কোর্সটি সম্পর্কে জানুন
সাংবাদিকতা কখনই সহজ ও নিরাপদ ছিলো না। আর যদি অনুসন্ধানী বা গভীরতাধর্মী সাংবাদিকতা হয়, তাহলে নিরাপত্তা ঝুঁকি আরও বেশি হয়। সাংবাদিকতায় নিরাপত্তা বলতে মধ্যে শারিরীক, মানসিক, স্বাস্থ্যগত বা আইনি ঝুঁকি হতে পারে, ডিজিটাল ও প্রযুক্তির ঝুঁকি থাকতে পারে। তাই নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করে কীভাবে সাংবাদিকতা করবেন এ নিয়ে এই কোর্সটি বানানো হয়েছে। এই কোর্সে পাঁচটি মূল অধ্যায়ে বিভিন্ন পাঠ, ভিডিও এবং বাস্তব উদহারণের মাধ্যমে নিরাপত্তা ঝুঁকি সহজভাবে তুলে ধরা হয়েছে। ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়েছে। কোর্সটি আপনাকে সাংবাদিকতায় নিরাপত্তার বিষয়ে সচেতন করে তুলবে। ঝুঁকির পরিমাণ কমিয়ে আনতে সাহায্য করবে। কোর্সটি শেষ করার পর আপনি একটি সনদ পাবেন।কোর্সটি করে আপনি কী শিখবেন
- শারীরিক নিরাপত্তা
- স্পর্শকাতর সংবাদ সংগ্রহে নিরাপত্তা
- দুর্যোগে নিরাপদ সাংবাদিকতা
- নারী সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা
- সাংবাদিকতায় ডিজিটাল নিরাপত্তা
- সাংবাদিকতায় মানসিক স্বাস্থ্য ও ট্রমা
- হাতে কলমে প্রাথমিক চিকিৎসা
কোর্সটি কারা করতে পারবেন
সাংবাদিক, সাংবাদিকতার শিক্ষার্থী এবং এই পেশায় আগ্রহী যে কেউ এই কোর্সে অংশ নিতে পারবেন। নিরাপত্তা বিষয়টি যেহেতু সবার জন্যই গুরুত্বপূর্ণ- তাই সাংবাদিকতাই নয় এর সাথে সম্পর্কিত অন্য পেশাদার কাজেও এই কোর্সটি সহযোগিতা করবে।কোর্সটি কীভাবে করবেন
সাংবাদিকতায় নিরাপত্তা ও সুরক্ষা কোর্সটিতে পাঁচটি মূল অধ্যায় এবং দুটি বিশেষ অধ্যায়ের মাধ্যমে নিরাপত্তার খুঁটিনাটি বিষয় তুলে ধরা হয়েছে। প্রতিটি অধ্যায়ে পাঠ এবং ভিডিও লেকচার থাকবে। ভিডিও ক্লিপে ছোট ছোট কুইজ ছাড়াও অধ্যায়ের শেষে একটি করে মূল্যায়ন কুইজ পাবেন। সবগুলো মূল্যায়ন কুইজের নম্বর যোগ করে আপনার চূড়ান্ত ফল নির্ধারিত হবে এবং আপনি একটি সনদ পাবেন। সাতটি অধ্যায়ের বাইরে যারা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জানতে আগ্রহী তাদের জন্য বিভিন্ন তথ্য নিয়ে বাড়তি পাঠ থাকবে রিসোর্স অংশে। আর কোর্স বা কোর্সের পাঠ, ভিডিও, রিসোর্স বা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা বা মতামত জানাতে পারবেন সংযুক্ত ফোরাম অংশের মাধ্যমে।প্রশিক্ষকদের সম্পর্কে জানুন
সাংবাদিকতায় অভিজ্ঞ বেশ কয়েকজন সাংবাদিক এই কোর্সটির প্রশিক্ষক। পাশাপাশি নিরাপত্তা বিষয়ক একজন বিদেশি প্রশিক্ষক ও ফটোসাংবাদিক এই কোর্সে মূল্যবান পরামর্শ দিয়েছেন। নিরাপত্তার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম জড়িত বলে এখানে পুলিশের একজন কর্মকর্তা যুক্ত হয়েছেন। নিরাপত্তার বিষয়টি যেহেতু শারিরীক ও মানসিক স্বাস্থ্য জড়িত তাই পেশাদার চিকিৎসকরা প্রশিক্ষণ দিয়েছেন। দুর্ঘটনা ও অসুস্থতায় সাংবাদিকরা কীভাবে প্রাথমিক চিকিৎসা দেবেন তা কোর্সে তুলে ধরেছেন একজন প্রশিক্ষক।সৈয়দ ইশতিয়াক রেজা
সাংবাদিক
শাহনাজ মুন্নী
সাংবাদিক
মো. মাসুদুর রহমান
পুলিশ কর্মকর্তা
ক্রিস্টোফার পোস্ট
ফটোগ্রাফার ও সেফটি ট্রেইনার
অধ্যাপক এসএম মোস্তফা জামান
চিকিৎসক
মোহাম্মদ শাহাদাত হোসেন
তথ্যনিরাপত্তা বিষেষজ্ঞ
তানভীর খন্দকার
চিত্রসাংবাদিক
কাওসার সোহেলী
সাংবাদিক
নাদিয়া শারমিন
সাংবাদিক
শেখ সাবিহা আলম
সাংবাদিক
পারভেজ রেজা
সাংবাদিক
অপূর্ব আলাউদ্দিন
সাংবাদিক
ডা. হেলালউদ্দিন আহমেদ
চিকিৎসক
যোবায়ের আলম
ফার্স্ট এইড ট্রেইনার