Available courses

সাংবাদিকতায় নিরাপত্তা ও সুরক্ষা

সাংবাদিকতা একটা ঝুঁকিপূর্ণ পেশা - কেন জানেন? কারণ হলো, সাংবাদিকরা অপ্রিয় সত্যটাও প্রকাশ করে দেন।  তাই শারীরিক নিরাপত্তার ঝুঁকি থেকে শুরু করে দুর্যোগের স্বাস্থ্যঝুঁকি, স্পর্শকাতরতা থেকে শুরু করে ডিজিটাল নিরাপত্তা; সব ঝুঁকিই সামলে সংবাদ সংগ্রহ, প্রকাশ বা প্রচারের কাজটা করতে হয় সাংবাদিকদের। আবার নারী সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি কিছুটা অন্যরকম। প্রাসঙ্গিক সব বিষয়েরই সমন্বয় করা হয়েছে এই কোর্সে। থাকছে করনীয় সম্পর্কে বিস্তারিত পরামর্শ। ‘সাংবাদিকতায় নিরাপত্তা ও সুরক্ষা’ শিরোনামের এই কোর্সে স্বাগত জানাচ্ছি সবাইকে-